BD Arena


Join the forum, it's quick and easy

BD Arena
BD Arena
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

উচ্চ রক্তচাপ জনিত রোগ (হাইপারটেনশন)

Go down

উচ্চ রক্তচাপ জনিত রোগ (হাইপারটেনশন)  Empty উচ্চ রক্তচাপ জনিত রোগ (হাইপারটেনশন)

Post by Tonmoy Fri Dec 16, 2011 1:47 am



উচ্চ রক্তচাপ জনিত রোগ (হাইপারটেনশন)

ব্লাড প্রেসার (Blood pressure) নামে অতিপরিচিত রোগটিই আসলে হাইপারটেনশন। হাইপারটেনশন রোগটি সকলের না থাকলেও সুস্থ্য অসুস্থ প্রতিটি মানুষেরই ব্লাড প্রেসার থাকে, আসলে হৃদপিন্ড রক্তকে ধাক্কা দিয়ে ধমনীতে পাঠালে ধমণীর গায়ে যে প্রেসার বা চাপ সৃষ্টি হয় তাই হলো ব্লাড প্রেসার। এই চাপ এর একটি স্বাভাবিক মাত্রা আছে আর যখন তা স্বাভাবিক মাত্রা ছাড়িয়ে যায় তখনি তাকে বলা হয় হাইপারটেনশন (Hypertension) বা উচ্চ রক্তচাপ।

স্বাভাবিক প্রেসারঃ ধরে নেয়া হয় পূর্ণ বিশ্রামে থাকা একজন সুস্থ স্বাভাবিক মানুষের রক্তের চাপ বা ব্লাড প্রেসার হবে ১২০/৮০ মিলি মিটার পারদ চাপ। এক্ষেত্রে ১ম সংখাটি (১২০) দ্বারা হার্ট এর সংকোচনের সময় ধমণীর ব্লাড প্রেসার এবং ২য় সংখাটি দ্বারা হার্ট এর প্রসারণের সময়ে ধমণীর ব্লাড প্রেসার কে নির্দেশ করা হয়। এই ১ম প্রেসার সংখাটি যা সিস্টোলিক প্রেসার নামে ডাকা হয় সবসময়ই ২য় টি থেকে বেশি এবং এর স্বাভাবিক মাত্রা ১৪০ মি.মি এর নীচে এবং ৯০ মি.মি এর উর্ধে । অন্য দিকে ২য় প্রেসার সংখাটি কে ডায়াস্টোলিক প্রেসার ডাকা হয় এবং এর স্বাভাবিক মাত্রা ৯০ মি.মি এর নীচে এবং ৬০ মি.মি এর উর্ধ্বে। তাই যখন উপড়ের প্রেসার টি ১৪০ বা তার উর্ধ্বে অথবা নীচের প্রেসার টি ৯০ বা তার উর্ধ্বে পাওয়া যায় তখন ধরে নিতে হবে রোগীর ব্লাড প্রেসার স্বাভাবিক এর উর্ধ্বে অর্থাৎ তিনি উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন রোগে ভূগছেন। তবে বয়সের উপর ভিত্তি করে এই মাত্রার কিছুটা তারতম্য হতে পারে।

রোগের কারণঃ হাইপারটেনশন রোগের শতকরা ৯৫ ভাগ কারনই বলতে গেলে এখনো সঠিকভাবে জানা হয়ে উঠেনি এবং একে বলা হয় এসেনশিয়াল হাইপারটেনশন, বাকী ৫% হলো সেকেন্ডারি হাইপারটেনশন এর মধ্যে কিছু আছে কিডনির রোগ, কিছু হরমোনের সমস্যা জনিত রোগ তাছাড়া ধমনীর রোগ, অসুধের পার্শ্বপ্রতিক্রি� �া এবং গর্ভাবস্থা ও এর জন্য দায়ী হতে পারে।

লক্ষনঃ রোগের প্রাথমিক অবস্থায় অনেক সময়ই রোগীর কোনো অভিযোগ থাকেনা। তবে কিছু রোগী মাথার পিছনের দিকে ব্যাথা, বেশী প্রসাব হওয়া, হঠাৎ হঠাৎ ঘেমে যাওয়া, বুক ধড়ফর করা ইত্যাদি উপসর্গ অনুভব করতে পারে। ব্লাড প্রেসার খুব বেশী হলে উপসর্গ ও বৃদ্ধি পেতে পারে। দীর্ঘ দিন ব্লাড প্রেসার অনিয়ন্ত্রিত থাকলে তা বিভিন্ন গুরুত্ব পূর্ণ অংগের স্থায়ী ক্ষতির কারণ হয়ে উঠতে পারে এবং সেই জাতীয় সমস্যা নিয়েও রোগী অসুস্থ্য হতে পারেন।

রোগ নির্ণয়ঃ ব্লাড প্রেসার মাপার যন্ত্র দিয়ে মাপলে কারো প্রেসার যদি বেশি পাওয়া যায় সেটাই হাইপারটেনশন নির্ণয় করার জন্য যথেস্ট। তবে দীর্ঘ দিন অনিয়ন্ত্রিত হাইপারটেনশন বিভিন্ন গুরুত্ব পূর্ণ অংগের ক্ষতির কারণ হয়ে থাকলে সেসকল অংগের কার্যকারীতা দেখার পরীক্ষা করার প্রয়োজন হতে পারে।

জটিলতাঃ অনিয়ন্ত্রিত হাইপারটেনশন মস্তিস্কের রক্তক্ষরণ বা স্ট্রোক, এনকেফালোপ্যাথি, চোখের রেটিনার প্রভুত ক্ষতি সাধন ও অন্ধত্ব, হৃদপিন্ডের দেয়ালের পুরুত্ব বাড়ানো, হার্ট এটাক ও হার্ট ফেইলুর, কিডনি ফেইলুর সহ বিভিন্ন জটিল জটিল রোগের কারণ হতে পারে।

চিকিৎসাঃ হাইপারটেনশন চিকিৎসার প্রথম স্তরটিই হলো জীবনযাত্রার ধারা পরিবর্তন (lifestyle modification) করা। এর মধ্যে আছে খাদ্যাভ্যাস পরিবর্তন করা- যেমন খাবারে লবনের পরিমান কমিয়ে আনা, আতিরিক্ত শর্করা বা চর্বি জাতীয় খাবার না খাওয়া, ধুমপান বা এলকোহলের অভ্যাস থাকলে তা সম্পুর্ণ রুপে ত্যাগ করা, শরীরের বাড়তি ওজন কমানো, ডায়াবেটিস থাকলে তা নিয়ন্ত্রন করা, নিয়মিত হাল্কা শরীরচর্চা করা, উপাসনা বা প্রার্থনা করা ইত্যাদি। অনেক সময় শুধু এইসব পরামর্শ মেনে চলার মাধ্যমেই হাইপারটেনশন নিয়ন্ত্রন করা যায়। এর পরেও যদি নিয়ন্ত্রন করা না যায় সেক্ষেত্রে কার্ডিওলজিস্টের পরামর্শ অনুযায়ী অসুধ খাওয়া লাগতে পারে। কার্ডিওলজিস্টগণ সাধারনত ডায়েরুটিক্স, বিটা ব্লকার, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, এসিই ইনহিবিটর, এআরবি ব্লকার, আলফা ব্লকার বা মস্তিস্কের কেন্দ্রে কাজ করে প্রেসার কমানোর এমন অসুধ গুলো বিভিন্ন মাত্রায় রোগীর অবস্থা অনুযায়ী ব্যবহার করে উচ্চ রক্ত চাপ নিয়ন্ত্রন করেন।


Tonmoy
Junior Member
Junior Member

Posts : 117
Join date : 2011-11-26

Back to top Go down

উচ্চ রক্তচাপ জনিত রোগ (হাইপারটেনশন)  Empty Re: উচ্চ রক্তচাপ জনিত রোগ (হাইপারটেনশন)

Post by Tonmoy Fri Dec 16, 2011 1:49 am

[size]উচ্চ রক্ত চাপ রোগ প্রতিরোধক কয়েক উপায়[/size]

১. আবেগপূর্ণ অস্থিরতা প্রতিরোধ করা : আবেগপূর্ণ অস্থিরতা মানুষকে অতি উত্তেজিত করতে পারে, যার ফলে রক্তনালীর মধ্যে কিছু উপাদান বেড়ে যায় ,ফলে উচ্চ রক্ত চাপ দেখা দেবে । এ জন্য সাধারণ জীবনে অতি দুঃখ বা সুখ এড়াতে না পারলে উচ্চ রক্ত চাপজনিত রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশী ।

২. ধুমপান না করা : ধুমপানের মধ্যে রয়েছে নিকোটিন রক্তনালীকে সঙ্কোচন করবে এবং উচ্চ রক্ত চাপে আক্রান্ত হয়ে যাবার সম্ভাবনা থাকবে ।এ জন্য ধুমপান না করা এ রোগ প্রতিরোধের জন্য খুবই সহায়ক ।

৩.কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করা : কোষ্ঠকাঠিন্য রোগীরা সহজভাবে উচ্চ রক্ত চাপে আক্রান্ত হয় । কারণ কোষ্ঠকাঠিন্যের সময় মানুষের পেটের রক্তনালী বিরাট প্রতিরোধক ক্ষমতার সম্মুখীন হয় । যাতে রক্তের চাপ আকস্মিকভাবে বেড়ে যায় এবং উচ্চ রক্ত চাপে আক্রান্ত হওয়ায় সাহায্য করে ।

৪. বেশি লবণ না খাওয়া . খাবার খাওয়া সময় অনেকেই বেশী লবণ খাবার পছন্দ করে । কিন্তু মানুষের শরীরে বেশি পরিমাণের লবণ গ্রহণ করলে , ক্ষুদ্র রক্তনালী সঙ্কোচন হবে, ফলে লোকেরা সহজভাবে উচ্চ রক্ত চাপে আক্রান্ত হয়ে যাবে ।


৫. মেদযুক্ত কম খাবার খান : হাল্কা খাবার খাওয়া হল উচ্চ রক্ত চাপ রোগীদের মৌলিক নীতি । হাল্কা খাবারে কম লবণ থাকার পাশাপাশি খাবারের মধ্যে মেদের পরিমাণও কম হবে । কারণ বেশি মেদযুক্ত খাবার খেলে সহজভাবেই রক্তের মধ্যে মেদ জমে হৃদ রোগে আক্রান্তের জন্য রক্তনালীর রক্ত চলাচলে প্রতিবঞ্জকতা সৃষ্টি করে ।


৬. প্রতিদিন পেট ভরে না খাওয়া : বেশি খাবার খেলে , মনে তৃপ্তির পাশাপাশি পেটের উচ্চতাও বেড়ে যায় । এর ফলে রক্ত চলাচলের ক্ষমতা কমে গেলে রক্তের উচ্চ চাপ আকস্মিকভাবে বেড়ে যাওয়াকে ত্বরান্বিত করে।


৭. উচ্চ রক্ত চাপজনিত রোগীরা নিয়মিতভাবে খেলাধুলা করা ভালো, কিন্তু প্রচণ্ডভাবে তা করা ভালো না । কারণ প্রচণ্ড খেলাধুলায় শরীরের অতি উত্তেজনা আকর্ষণ করতে পারে, ফলে রক্তের চাপ উন্নত হবে ।


৮. দীর্ঘকাল ধরে টেলিভিশন দেখা: দীর্ঘকাল ধরে টেলিভিশন দেখলে , মানুষের মস্তিষ্কে উত্তেজনা বৃদ্ধি পারে এবং শরীরের মধ্যে আডরেননালিন বাড়াবে । ফলে রক্তনালী সঙ্কোচিত হওয়ার জন্য রক্ত চাপের পরিবর্তন ঘটবে ।

৯. উচ্চ রক্ত চাপের রোগীরা আকস্মিকভাবে ঔষধ বন্ধ করবেন না । উচ্চ রক্ত চাপ রোগীদের দীর্ঘকাল ধরে রক্ত চাপ কমানোর ঔষধ খাওয়া উচিত । রক্ত চাপ স্থিতিশীল হওয়ার জন্য আকস্মিকভাবে ঔষধ খাওয়া বন্ধ করা বা নিজস্বভাবে ঔষধের ধারণা পরিবর্তন করলে , রোগীদের শরীরের জন্য তা অনেক অসহায়ক এবং সহজ ভাবে রক্ত বা হৃদরোগ ঘটবে ।


Tonmoy
Junior Member
Junior Member

Posts : 117
Join date : 2011-11-26

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum