BD Arena


Join the forum, it's quick and easy

BD Arena
BD Arena
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

কিছু ভুতুরে বাড়ি

Go down

কিছু ভুতুরে বাড়ি Empty কিছু ভুতুরে বাড়ি

Post by Tonmoy Mon Dec 19, 2011 10:06 pm



ভূতের জায়গা-জমি নেই। ইট বালু দিয়ে বাড়িও বানায় না। টু-লেট দেখে বাড়ি ভাড়া নিতেও যায় না কোনো ভূত। তারপরও দুনিয়ায় ভূতুড়ে বাড়ির অভাব নেই। এর মাঝে বাছাই করা কয়েকটি ভুতুড়ে বাড়ির অদ্ভুত গল্প নিয়ে আজকের আয়োজন।

বোরলি রেকটোরি, যুক্তরাজ্যঃ
ব্রিটেনের বিখ্যাত ভুতুড়ে বাড়ি হিসেবে সবাই বোরলি রেকটোরিকেই চেনে। ১৯২০ থেকে ১৯৩০ সাল পর্যন্ত ভুতুড়ে কর্মকাণ্ডের জন্য আজও বাড়িটি মানুষের কাছে আগ্রহের বিষয়। ওই বাড়ি থেকে এ পর্যন্ত পাওয়া গেছে অনেক ধনসম্পদ। সেখান থেকে ঘুরে আসা কয়েকজন মানুষের কাছ থেকে পাওয়া বিবরণে জানা যায় বাড়িটায় নাকি সত্যিই ভূত থাকে! তবে সেসবের বিজ্ঞানসম্মত ব্যাখ্যা থাকলেও অনেক ঘটনাই রয়ে গেছে অমীমাংসিত।

Tonmoy
Junior Member
Junior Member

Posts : 117
Join date : 2011-11-26

Back to top Go down

কিছু ভুতুরে বাড়ি Empty Re: কিছু ভুতুরে বাড়ি

Post by Tonmoy Mon Dec 19, 2011 10:07 pm

দ্য ওয়েলি হাউস, ক্যালিফোর্নিয়াঃ
লেখক ডিট্রাসি রেগুলা তাঁর নিজ অভিজ্ঞতা থেকে ওয়েলি হাউস সম্পর্কে বলেন, 'বাড়িটির অপর পাশে অবস্থিত রেস্তোরাঁয় বসে মাঝেমধ্যেই দেখা যেত ওটার জানালা খুলে যায়, যদিও তখন বাড়িতে কেউ থাকত না। যখন আমি বাড়িটায় ঢুকি, অদ্ভুত একটা শক্তি অনুভব করি, বিশেষ করে কোর্টরুমটায়। বাড়িটায় প্রায় আমি সিগারেট আর পারফিউমের গন্ধ পেতাম।'

রেইনহাম হল, যুক্তরাজ্যঃ
রেইনহাম হল নরফোকের একটি অতি পুরনো বাড়ি। ৩০০ বছর ধরে এই বাড়িটিতে টাওন্সহেন্ড পরিবারের সদস্যরা থাকেন। বাড়িটি পূর্বের রেইনহাম নামেই বেশি পরিচিত। ওই রেইনহাম হল থেকে তোলা একটি বিখ্যাত ভূতের ছবি বাড়িটিকে চিনিয়ে দিয়েছে গোটা দুনিয়ার কাছে। ওই বাড়ির সিঁড়িতে দাঁড়ানো 'বাদামি মহিলা'র কথা বলা যায়। কিন্তু ছবিটি তোলার পর থেকে বাড়িটিতে আর কোনো ভূতের দেখা মেলেনি।

এডিনবার্গ দুর্গ, স্কটল্যান্ডঃ
এডিনবার্গ দুর্গটি স্কটল্যান্ডের সবচেয়ে ভয়ানক জায়গা হিসেবে পরিচিত। ইউরোপে অবস্থিত সব দেশের মধ্যে ভুতুড়ে শহর হিসেবে এডিনবার্গের জুড়ি মেলা ভার। দুর্গ দেখতে যাওয়া অনেক দর্শকের কাছ থেকে জায়গাটির রহস্যময় কর্মকাণ্ডের কথা জানা যায়। রাজবাড়িতে অদ্ভুত বংশীবাদক, মুণ্ডুহীন ঢোলবাদক ও যুদ্ধের সময়কার জেলে থাকা মানুষের আত্মাও দেখা গেছে বলে জানা যায়। এমনকি যুদ্ধে অংশগ্রহণকারী কুকুরের আত্মাও নাকি এখানে দেখা যায়!

Tonmoy
Junior Member
Junior Member

Posts : 117
Join date : 2011-11-26

Back to top Go down

কিছু ভুতুরে বাড়ি Empty Re: কিছু ভুতুরে বাড়ি

Post by Tonmoy Mon Dec 19, 2011 10:07 pm

ওয়েভারলি হিলস সেনেটরিয়াম, যুক্তরাষ্ট্রঃ
১৯১০ সালে কেনটাকি রাজ্যে একটি দোতলা স্বাস্থ্যনিবাস হিসেবে নির্মিত হয় ওয়েভারলি হিলস। হাসপাতালটিতে ৪০-৫০ জন রোগীর চিকিৎসা করা যেত। টেলিভিশনে অনেকবার ওয়েভারলি হিলস সেনেটরিয়াম সম্পর্কে প্রতিবেদন দেখানো হয়েছে। হাসপাতালটির ভুতুড়ে কর্মকাণ্ডের জন্য বিশেষ খ্যাতি রয়েছে। এ হাসপাতালে কিছু ছায়া দেখা যায়, শোনা যায় অদ্ভুত কণ্ঠস্বর ও চিৎকার।

মারটলস প্ল্যানটেশন, যুক্তরাষ্ট্রঃ
১৭৯৬ সালে জেনারেল ডেভিড ব্যাডফোর্ড বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা দিয়ে লুইজিয়ানা রাজ্যে হোটেলের মতো করে একটি বাড়ি তৈরি করেন। এটি আমেরিকার সবচেয়ে ভয়ানক ভুতুড়ে বাড়ির একটি। বাড়িটিতে নাকি এ পর্যন্ত ১২টি ভূতের সন্ধান পাওয়া গেছে! শোনা যায়, মারটলস প্ল্যানটেশনে ১০ জন মানুষ খুন হয়েছে। কিন্তু ইতিহাস বলে শুধু উইলিয়াম উইনটার নামের এক লোক খুন হয়েছিল বাড়িটিতে। বাড়িটায় সবচেয়ে বেশি দেখা গেছে ক্লিও নামের এক ক্রীতদাসের!

Tonmoy
Junior Member
Junior Member

Posts : 117
Join date : 2011-11-26

Back to top Go down

কিছু ভুতুরে বাড়ি Empty Re: কিছু ভুতুরে বাড়ি

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum